প্রাচীন রোমানদের
হাতে ক্যালেন্ডারের জন্ম
এবং বিকাশ লাভ করেছে।
ফলে বারটি মাসের বেশির
ভাগই রোমান দেবতা বা সম্রাটদের
নামে নামকরণ
করা হয়েছে।
যেমন-
১• জানুয়ারিঃ রোমান দেবতা জানো’স
এর
নামানুসারে।
জানোস অর্থ দু’টি মুখ। জুলিয়াস
সিজারের
সংস্কারের পুর্ব পর্যন্ত জানুয়ারি মাস
ছিল ২০
দিন (বর্তমানে ৩১ দিন)।
২• ফেব্রুয়ারিঃ ল্যাটিন শব্দ
ফেব্রুয়া থেকে নামকরন
করা হয়েছে। ফেব্রুয়া অর্থ
হলো পবিত্র।
৩• মার্চঃ রোমান দেবতা
মার্স-এর নামানুসারে। মার্স
হলো রোমানদের যুদ্বের
দেবতা। মার্চ ছিল রোমানদের বর্ষ শুরুর
মাস।
৪• এপ্রিলঃ ল্যাটিন এপ্রিলিস
থেকে এর নামকরন
করা হয়েছে।
৫• মেঃ বসন্তের দেবী মায়া’স এর
নামানুসারে নামকরন করা হয়েছে।
৬• জুনঃ বিবাহ এবং নারীদের কল্যানের
দেবী জুনোর নামানুসারে।
৭• জুলাইঃ এটি জুলিয়াস
সিজার’স মাস। জুলিয়াস
সিজার ৪৬ অব্দে রোমান
ক্যালেন্ডার সংস্কার করেন
এবং তার নামানুসারে জুলাই মাসের
নামকরন
করা হয়।
৮• আগষ্টঃ জুলিয়াস সিজারের পুত্র
অগাস্টাস
সিজারের নামানুসারে।
৯• সেপ্টেম্বরঃ ল্যাটিন
সংখ্যা সপ্তম থেকে এর
নামকরন করা হয়েছে।
১০• অক্টোবরঃ ল্যাটিন
সংখ্যা অষ্টম থেকে এর
নামকরন করা হয়েছে।
১১• নভেম্বরঃ ল্যাটিন
সংখ্যা নবম (নভেম্ব্রিস)
থেকে এর নামকরন
করা হয়েছে।
১২• ডিসেম্বরঃ ল্যাটিন
সংখ্যা দশম থেকে এর নামকরন
করা হয়েছে।
‘লিপইয়ার’- এর প্রচলন হয় রোমান
সম্রাট জুলিয়াস
সিজারের শাসনামল থেকে। জুলিয়াস
সিজার
আলেকজান্দ্রিয়া থেকে গ্রিক
জোতির্বিদ
মোসাজিনিসকে নিয়ে আসেন ক্যালেন্ডার
সংস্কারের জন্য। মসাজিনিস দেখতে পান
পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিনে সময়
নেয়
৩৬৫ দিন ৬ ঘন্টা। ৩৬৫
দিনে বছর হিসাব
করা হলে এবং প্রতি চতুর্থ
বছরে ৩৬৬ দিনে বছর হিসাব
করলে কোনো গরমিল
থাকে না।
মোসাজিনিস অতিরিক্ত এক দিন যুক্ত
এ বছরটির
নামকরন করেন
‘লিপইয়ার’।